শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

অদ্ভুতুরে-০১

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে


নবণীতা মাহমুদ

দেয়ালঘড়িতে সময় বর্তমানে দুইটা বেজে পঁচিশ মিনিট।প্রতিদিনের পড়া শেষ করতে প্রায়ই অনেক রাত হয়ে যায়। চারদিকে পিনপতন নিরবতা। আমার কাছে পড়ার জন্য এটাই উপযুক্ত সময়। ক্যালেন্ডারে মাঘ মাস চলছে এখন। আবহাওয়ায় কেমন একটা হিমশীতল ভাব। রাত যত গভীরের দিকে যায় শীতটা যেন আরও জেঁকে ধরতে চায়।

আজও প্রত্যেকদিনের মত পড়া শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আমি পড়ার টেবিলে বসে একটু পর পর ঝিমুচ্ছি। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ভাবছি, এখন এই মুহূর্তে এক কাপ গরম চা খেতে পারলে বোধহয় শরীরের ঝিম ভাবটা উবে যেত। কিন্তু উঠে গিয়ে চা বানাতেও আলসেমি লাগছে। তাই এই মুহূর্তে চা খাওয়ার ভাবনাটা মাথা থেকে মুছে ফেললাম। পুনরায় পড়ায় মনোযোগ দিতেই আমার রুমের দরজা খানিকটা নড়ে উঠলো। আমি বইয়ের ওপর থেকে চোখ সরিয়ে ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকালাম। দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আমি হাঁফ ছেড়ে বললাম, যাও তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে! বাপ রে, কী সাংঘাতিক।

আম্মু মুচকি হেসে বললেন, ভয় পাওয়ার কী আছে। তোকে খুব ক্লান্ত লাগছে। চা খাবি? বানিয়ে দিই?

আমি বললাম, আমিও ভাবছিলাম চা খাবো। ভালোই হলো। বানিয়ে দাও খেতে খেতে পড়বো।

আম্মু মুচকি হেসে, আচ্ছা বলে চলে গেলেন।

আমি আবার পড়ায় মননিবেশ করতেই টেবিলের ওপর রাখা মুঠোফোনটা বেজে উঠলো। ‘এত রাতে কে কল দিলো আবার?’ ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আম্মুর নামে সেইভ করা নাম্বারটা ভেসে উঠলো! তৎক্ষনাৎ মনে পরলো আজকে তো বাসার সবাই জরুরি কাজে গ্রামে গিয়েছে। আমার শিরদাঁড়া বেয়ে হিমশীতল একটা শিহরণ বয়ে গেল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal