মোহাম্মাদ খাইরুল বাসার
৫ই নভেম্বর ২০২২. শনিবার
সম্পন্ন হলো আশুলিয়ায় অন্যতম সামাজিক অলাভজনক সংগঠন অযুস এর ৩য় বর্ষপূর্তি সম্মেলন।
সভাপতিত্ব করেছেন হুসাইন মুহাম্মাদ ফজলে রাব্বি। সম্পাদনায় মাহফুজুল হক
সঞ্চালনায় জুবায়ের হোসাইন জয়।
উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আশ্রাফ সিরাজ নিজস্ব প্রতিনিধি ( একাত্তর টিভি)
ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার বি.জি. ডাইরেক্টর সাইফুর রহমান তুহিন।
হাসিব সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার এর পরিচালক রেজাউল করিম সাহেব, দৈনিক বাংলা ৫২ এর রিপোর্টার আশিকুর রহমান , সেভ দা ফিউচার ফাউন্ডেশন আশুলিয়ার সভাপতি মুহাম্মাদ ফয়সাল সহ পার্শ্ববর্তী অঞ্চলের সকল সেচ্ছাসেবকগণ।সকলের একই কথা “আগামীর পথচলা আরো সুন্দর হোক” ইনশাআল্লাহ।