তৌহিদুল ইসলাম তৌহিদ
আগামী ৩০ সেপ্টেম্বর আসছে রফিক শিকদারের কাহিনী সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় একটি ভিন্ন ধারার চলচ্চিত্র “বসন্ত বিকেল”।চলতি মাসের ৩০ সেপ্টেম্বর এক সাথে সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।এক যুগল প্রেমের পরিণয় এর কাহিনী অবলম্বনে চলচিত্রটি নির্মিত হয়েছে পাবনা শহরে।এটি রফিক সিকদারের তৃতীয় চলচ্চিত্র। হুমায়রা সুবহা প্রথমবারের মতো একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এ চলচ্চিত্রের মাদ্ধমে।প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, শাহ হুমায়রা সুবহা, ওমর সানি, তানভীর তনু, সুচরিতা, শাহনুর, ববি, শিবা শানু ও ডন।এছাড়া অতিথি_শিল্পী হিসেবে অভিনয় করেছে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, চিত্রনায়ক আমান রেজা, উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসাইন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।বসন্ত বিকেল এর সংগীত পরিচালনায় ছিলেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, রবিন ইসলাম এবং গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, সিঁথি সাহা, এস আই টুটুল এবং সুধা।পরিচালক রফিক সিকদার বলেন, এই চলচিত্র নির্মাণের সময় তিনি অনেকবার অশ্রু বিসর্জন করেছেন।এটি তার জীবনের একটি স্বপ্নের চলচিত্র।তার মা ইন্তেকালের পরে তিনি এই চলচিত্র নির্মাণের ব্যাপারে ভাবতে শুরু করেন।তিনি আরো বলেন,আমি সামাজিক সচেতনতার জন্যই চলচিত্র নির্মাণ করি এবং দেশের মানুষের সচেতনতার জন্য। সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা এবং আমি আশাবাদী আমার ছবি দর্শক হৃদয়ে সাড়া জাগাবে।তাই সবাইকে হলে এসে ‘বসন্ত বিকেল’ দেখার অনুরোধ রইলো।