শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

আজকের উদ্যোক্তা বাংলাদেশের ভবিষ্যৎ

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম তৌহিদ

বাংলাদেশের যুবক সমাজের মাঝে এখন আর্থিক সচ্ছলতা অর্জনের বিশেষ প্রয়াস লক্ষ্য করা যায় আর এই কারণেই তারা কোনো না কোনো বিশেষ কাজের দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃস্টি করে উদ্যোক্তায় পরিণত হচ্ছে। বর্তমান সময়ের তরুণ উদ্যোক্তাদের মাঝে পারভেজ রহমান একজন অন্যতম ব্যাক্তি ।ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে বিমান চালানোর। তার শৈশব সময়ে বাবার সাথে কাজের সাহায্যের মাদ্ধমে পার করেছেন । তার বাবার গরু ও মুরগীর খামার ছিল। এসএসসি পাশের পর যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা শুরু করে তখন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত ছিলেন। মানুষের জন্য মানবতার কাজ করতেই তিনি ভালোবাসেন ।পারভেজ প্রায়ই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ”ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ” (আইডিইবি) দিনাজপুর জেলা শাখায় আড্ডা দিতে যেতেন।একদিন সেখানে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয় । তিনি একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনার ছিল। তার ডিজাইন দেখে পারভেজ এর মনে ডিজাইন শেখার স্বপ্ন তৈরী হয় এবং তিনি গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করেন।এছাড়া ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ” (আইডিইবি) দিনাজপুর জেলা শাখায় তিনি কম্পিউটারের বিভিন্ন কোর্সের প্রশিক্ষন দিতেন।এরপর তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন । 99ডিজাইন.কম, গ্রাফিকরিভার.নেট, ইলেন্স প্লাটফর্ম এ কাজ করতেন নিয়মিত ।পারভেজ বলেন , দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। দিনাজপুর একটি কৃষিনির্ভর জেলা। দিনাজপুরের লিচু, কাটারিভোগ ও কালিজিরা ধান দেশে-বিদেশে সমাদৃত। আমি আমদের (দিনাজপুরের) বিখ্যাত ও সমাদৃত পন্য গুলো দেশের সবাই যেন সহজে হাতে পায় সেজন্য প্রথমে ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম দিনাজপুর মার্ট প্রতিষ্ঠা করি ২০১৯ সালের জানুয়ারি ১৫ তারিখে। সবার সহযোগিতায় ভালোই যাচ্ছিল। সময়ে-অসময়ে অনলাইনে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।জুলাই মাসে আমার দিনাজপুর মার্ট ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায়। এরপর আমি কিছুটা হতাশ হয়ে পরি। পরবর্তীতে দিনাজপুর মার্ট নামে আরেকটি পেজ খুলি এবং নতুন করে আবার যাত্রা শুরু করি। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তিনি বলেন ,আমি “দিনাজপুর মার্ট” নিয়ে সামনের দিকে অনেকদুর এগিয়ে যেতে চাই। বাবার গরু ও মুরগির খামারটি অনেকদিন ধরে বন্ধ আছে। আধুনিক ভাবে গরু ও মুরগির খামারটি শুরু করার চিন্তা আছে। তাছাড়া আমি মধু চাষের সাথে জড়িত।আর এভাবেই বিভিন্ন কাজের প্রতি শ্রম দিয়ে তিনি আজ অনলাইন ভিত্তিক সফল উদ্যোক্তা।নতুন যারা পারভেজ এর মত উদ্যোক্তা হতে চাই তাদের প্রতি তিনি বলেন ,জীবনে বড় কিছু করার নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী জীবনকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যেতে হবে,তার জন্য প্রয়োজন শক্ত মনোবল এবং পরিশ্রম করার মানসিকতা।তাহলেই জীবনে যে কেউ সফলতা অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal