‘আমি তোমার রাজা তুমি আমার রানী” ব্যাপক ভাবে সফলতার লাভ করেছে।বিশেষ করে রাজবাড়ী ,পটুয়াখালী ,গুলশান সিনেমা হল গুলোতে গত ৬ মাসের মধ্যে হাওয়া সিনেমার পর দ্বিতীয় সর্বোচ্চ টিকেট বিক্রির অবস্থানে রয়েছে।শুধু তাই নয় পরানের মত সিনেমার রেকর্ড ভেঙে ফেলে আমি তোমার রাজা তুমি আমার রানী।এই সিনেমার সফলতার পর রাজবাড়ীর একটি সিনেমা হলের মালিকের সাথে ইতিমধ্যে পরবর্তী সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্র নায়ক আদনান আদি।আদনান আদির পরবর্তী সিনেমার নাম “জাদুকর থেনোস্”।এটি মূলত একটি ইসলামিক সিনেমা এবং এই সিনেমার মধ্যে অনেক টাকা বাজেট ধরা হয়েছে বলে জানান আদনান আদি।আদি বলেন ,জাদুকর থেনোস্ সিনেমায় অধিকাংশ ক্ষেত্রে ভিএফএক্স এর কাজ থাকবে যা দর্শকরা হলিউডের সিনেমায় দেখে থাকে।এই সিনেমায় দর্শক ইসলামের অনেক মেসেজ খুঁজে পাবে যা মানুষ বাস্তব জীবনে অনুসরণ করলে উপকৃত হবে।খুব তাড়াতাড়ি সিনেমাটির শুটিং শুরু করা হবে দেশের এবং দেশের বাহিরের কয়েকটি জায়গায়।আদনান আদি দর্শকদের উদ্দেশ্যে বলেন ,আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই এতদূর আস্তে পেরেছি এবং নতুন সিনেমায় কাজ করার উৎসাহ পাচ্ছি তাই আশা করবো সবসময় যেন এভাবেই আপনারা আমার পাশে থাকেন এবং বাংলা সিনেমার সাথে থাকেন।