বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক আদনান আদি বর্তমানে ব্যস্ত আছেন প্রেমিক ছেলে রিটার্নস এর শুটিং নিয়ে।এই সিনেমায় দেশের,কলকাতার এবং বলিউডের বিখ্যাত অনেক শিল্পী খলনায়ক চরিত্রে অভিনয় করছেন এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের হাবিব ,শঙ্কু টাইগার ,অশান্ত এবং বলিউডির আশোতোষ রানা এবং গুলশান গ্রেভার সহ আরো অনেকে। সিনেমাটি যৌথ ভাবে পরিচালনা করছেন ভারতের তাপস দত্ত এবং বাংলাদেশের ডায়েল রহমান।প্রেমিক ছেলে রিটার্নস একটি অ্যাকশন সিনেমা যার মূল কেন্দ্র বিন্দু এই সিনেমার প্রেমিক ছেলে আদনান আদি।বাংলা ইংরেজি এবং হিন্দি সহ মোট তিনটি ভাষায় এই সিনেমাটি ডাবিং করা হবে।সিনেমাটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় নির্মিত হবে।এর মধ্যে বাংলাদেশের ৫০% ভাগ শুটিং শেষ হয়েছে এবং এক একমাসের মধ্যে ইন্ডিয়ার শুটিং শুরু হবে।
সিনেমাটি বাংলাদেশে আদি প্রোডাকশন এর ব্যানারে এবং ভারতে রেড চিলিস এর ব্যানারে মুক্তি পাবে। তবে এই সিনামার নায়িকা চরিত্রে কে অভিনয় করেছেন তা দর্শকের জন্য সারপ্রাইজ রাখা হয়েছে। সিনেমাটি সম্পর্কে আদনান আদি বলেন ,যেহেতু প্রেমিক ছেলে রিটার্নস একটি বিগ বাজেটের সিনেমা বেশী মনোযোগ দিয়ে কাজ করছি।আমার সাথে বলিউড এবং কলকাতার অনেক শিল্পী রয়েছে যারা এই ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন।এদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি যা আমার মনোবল আরো বৃদ্ধি করেছে।
আমি অনেক ভাগ্যবান “প্রেমিক ছেলে রিটার্নস” শাহরুখ খানের রেড চিলিস এর ব্যানারে বলিউডে মুক্তি পাবে যা বাংলাদেশের অনেক হিরোর কাছে স্বপ্নের মতো মনে হবে।সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাইলে আদি বলেন ,যেহেতু এখানে কলকাতা এবং বলিউডের বিখ্যাত শিল্পীরা খলনায়ক হিসেবে আছে এক কোথায় ধরে নিন এটি অনেক অ্যাকশনধর্মী রোমাঞ্চকর সিনেমা যা বাংলাদেশে এর আগে নির্মিত হয়নি।তিনি আরো বলেন ছোট বেলা থেকে যেই স্বপ্ন বুকে লালন করে আসছি তা এবার পূরণ হতে যাচ্ছে।আশা করি সব কাজ ঠিকমত হয়ে গেলে ২০২৩ এর শুরুতে বাংলাদেশ, কলকাতা, মুম্বাই এবং ইউরোপের কিছু দেশে প্রেমিক ছেলে রিটার্নস এক সাথে মুক্তি পাবে।দর্শকদের উদ্দেশে তিনি বলেন আপনারা দোআ করবেন আমার জন্য যাতে ভবিষ্যতে আপনাদের জন্য ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি।