তৌহিদুল ইসলাম তৌহিদঃ
বর্তমান সময়ের বাংলাদেশের আধুনিক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী এস۔এ সঞ্চয়।তিনি ১৯৭৫ সালের ১৯শে মার্চ কুষ্টিয়ার দৌলুতপুরে জন্মগ্রহণ করেন।পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার স্কুল জীবন কেটেছে তারাগুনি মাধ্যমিক বিদ্যালয়ে,পরে সেখান থেকে স্কুল জীবন শেষ করে মথুরাপুর পিপলস ডিগ্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং কুষ্টিয়া সরকারি ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান এর উপর অনার্স শেষ করেন।ছোটবেলা থেকেই এস۔এ সঞ্চয় একজন গান প্রিয় মানুষ ছিলেন।বিশেষ করে কুমার সানু ,মান্না দে ,আব্দুল হাদি এদের গান শুনেই তিনি বড় হয়েছেন।উচ্চমাধ্যমিক জীবন থেকেই তার ভিতর গান গাওয়ার প্রতি ভীষণ আগ্রহ লাভ হয় এবং এই আগ্রহের কারণেই ১৯৯৮ সালে ওস্তাদ আলাউল হকের কাছে প্রথম গানের হাতেখড়ি শেখা।
এর পর রাজশাহীর মুক্তিযোদ্ধা বনলতা একাডেমিতে ওস্তাদ আব্দুল খালেক সানা স্যার এর কাছে চার বছর আধুনিক বাংলা গানের উপর তালিম নেন।২০০৩ সালে ঢাকায় এসে বাংলাদেশের বরেণ্য শিল্পীদের(এন্ড্রু কিশোর,সুবীর নন্দী ,আইয়ুব বাচ্চু ,কনক চাপা ,আঁখি আলমগীর ,মনির খান প্রভৃতি) সাথে স্টেজ প্রোগ্রাম শুরু করেন।স্টেজে শো করার পাশাপাশি ঢাকায় ওস্তাদ সঞ্জীব দের কাছে আধুনিক বাংলা গানের উপর তালিম নিতেন। ২০১২ সালে তরঙ্গ মিউজিক এর ব্যানারে তার প্রথম এলবাম “ও প্রিয়া তুমি আমার “ প্রকাশিত হয়।
এছাড়া বাংলা চলচিত্র ‘জন্ম আমার জেলে’ সিনেমাতে তিনি ‘ভালোবেসে মরে যেতে চাই’ নামক গান করে তিনি প্রথম প্লে ব্যাক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এস.এ সঞ্চয় তার ২২ বছরের মিউজিক ক্যারিয়ার জীবনে দেশের অসংখ্য বরেণ্য গীতিকার ও সুরকারদের সূরে গান করেছেন তার মধ্যে ‘জান পাখি’, ‘ও প্রিয়া তুমি আমার’ এবং ‘বুকের ভিতর আগুন জলে’ অন্যতম জনপ্রিয়তা লাভ করেছে।ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন ,যত দিন আল্লাহ শারীরিক সুস্থ রাখেন ততদিন গানের মাঝেই বেঁচে থাকবো।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন এবং বাঙালিয়ানা সংস্কৃতির মাঝেই থাকুন।