সোহাগ মিয়া হবিগঞ্জ প্রতিনিধি:
মৃত্যু,এ যেন এক কঠিন বাস্তবতা। দুঃখ,কষ্ট আর মর্মান্তিকতা যেন একটি মৃত্যুর রেখে যাওয়া ফল।বৃহস্পতিবার বড় মেয়ের বিয়ে,বুধবার মেয়ের হলুদ সন্ধ্যায় আনন্দগন মুহুর্তে বাবার মৃত্যু।
মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউ/পি.সদস্য মোঃ আমির আলী ওরফে জাদু মিয়া(৬০) আর নেই। বুধবার রাত ৮টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,পাচঁ(৫)মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ আমির আলী ওরফে জাদু তিনি উপজেলাধীন বাঘাসুরা ইউনিয়ন রিয়াজনগর গ্রামের বাসিন্দা।তিনি ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।
বুধবার ছিল তার বড় মেয়ে ইমুর বিয়ের গায়ে হলুদ। এতে অনেক মেহমান দাওয়াত করেছিলেন। বাড়িতেও আত্মীয় স্বজনে ভরপুর। বৃহস্পতিবার বিয়ের দিন মেহমানদের খাওয়ানোর জন্য বাড়িতে গরু জবাই করে অন্যান্য খাবার রান্নার কথা ছিল। সকল আয়োজন সম্পন্ন করার পরও নিয়তির বিধানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান জাদু। কিন্তু মেয়ের বিয়ে দেখে যেতে পারলেন না তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় হযরত ক্বারী ছিফত উল্লাহ্ (রহঃ)মাজার শরীফের সামনে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
তার মৃত্যুতে এলাকার বাসিন্দারা গভীর শোক ও সমবেদনা জানান।