শাহিনুর রহমান রাজগঞ্জ প্রতিনিধি।। আবারও রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ একশত পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবয়াসীকে আটক করেছে । এ নিয়ে ১০ দিনের ব্যবধানে তিন শীর্ষ্ মদক ব্যবসায়ীকে আটক করলো, পুলিশের এ সফলতা নিয়ে সাধারন মানুষের ভিতর রীতিমত ব্যাপক আলোচনা হচ্ছে ।সুত্রে জানা যায় মনিরামপুর উপজেলার রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ্ শহীদ তিতুমীর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স্ নিয়ে রবিবার রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে নোয়ালী গ্রাম থেকে দিগদানা ঘাটে যাওয়ার প্রতিমধ্য সনদেহ ভাজন এক ব্যাক্তিকে আটক করে তার দেহ তল্লাসি চালিয়ে প্যান্টের পকেট থেকে একশত পিচ ইয়াবা উদ্ধার করে। আটক ব্যাক্তি ঝিকরগাছা উপজেলার উজ্জলপুর গ্রামের মৃত হৃদয় বিশ্বসের ছেলে গোপাল বিশ্বাস(৫০)।পুলিশের তথ্য অনুযায়ী গোপাল একজন শীর্ষ্ মাদক ব্যবসায়ী । রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ্ শহীদ তিতুমীর জানান উক্ত মাদক ব্যবসায়ীর কাছ থেকে একশত পিচ ইয়াবা উদ্ধার করেছি । আটক ব্যাক্তিকে ওই রাতেই মাদক সহ মনিরামপুর থানায় পাঠানো হয়েছে । তার নামে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে । আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি তার নামে ঝিকরগাছা থানায় দুইটি মাদক দ্রব আইনে মামলা রয়েছে ।