আগের স্বামী ফাহাদ জামালের সাথে ফটিকছড়ির মেয়ে চিত্রনায়িকা পুর্নিমার বনিবনা না হওয়ার বিষয়টি কয়েকবার গণমাধ্যমে এসেছিল।তখন এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। এরমধ্যে লাস্যময়ী এই নায়িকার নতুন করে বিয়ের খবর এসেছে। গত মে মাসের শেষের দিকে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।পাত্র বহুজাতিক কোম্পানির কর্মকর্তা আশফাকুর রহমান রবিন।
গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।বৃহস্পতিবার রাতে চ্যানেল একটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন পূর্নিমা।তবে ফাহাদ জামিলের সাথে কখন,কি জন্য ছাড়াছাড়ি হয়েছে তা কিছুই জানা যায়নি এখনও।
জানা যায়, পূর্নিমার নতুন স্বামী রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
পূর্ণিমা বলেন, কাজের সূত্র ধরেই তার সাথে রবিনের পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া।চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফটিকছড়ির রোসাংগীরির মেয়ে দিলারা হানিফ পুর্নিমা।আগের ঘরে তার একটি কন্যা সন্তান রয়েছে।