সুলতান আহমদ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ বলেন, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের পথে জীবন বিলিয়ে দিতে নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়েছি দুনিয়া হাসিলের জন্য নয়, রাসূলের রঙে রঙিন হওয়ার জন্য। ইসলামি আদর্শ ধারণ করার ফলে অনেকেই মডার্নতত্তের দোহাই দিয়ে হাসিঠাট্টা করেন। তাদের এমন আধুনিকতায় আমরা বিচলিত নই, আমরা রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে চাই এবং আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্যই কাজ করতে চাই, আর এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। ২ নভেম্বর ‘২২, বুধবার, বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা আয়োজিত ‘ইসলামি সংগঠনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি মো. আফজল হোসেন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমাদ উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মো. আব্দুল মোছাব্বির। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীম ও সিলেট পূর্ব জেলার সহ-সাংগঠনিক সম্পাদক লাবিবুর রহমান লাবলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি নাজমুল হাসান শিহাব, সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড সহ-সভাপতি বুরহান উদ্দিন, শাখা সহ-অফিস সম্পাদক বিলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান রাজু, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ খান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল লতিফ, সদস্য- জাহেদ আহমদ, আশরাফুল ইসলাম তারেক, হাসিবুল ইসলাম প্রমুখ।