শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:২১ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

এই দৃষ্টিভঙ্গি বদলাবে কবে?

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলোর সবচেয়ে আলোচিত একটি ঘটনা হলো ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রীদের মারামারি আর দেহ ব্যাবসার অভিযোগ। এতে মানুষের আলোচনা কোনোটির সমালোচনার শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও হাঁটে বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে সাধারণ মানুষ যে যার মতো করে মন্তব্য করছেই। শ্রেণীভেদে মানুষ আলাদা আলাদা দৃষ্টিকোণ দিয়ে বিচার বিশ্লেষণ করছে। কার মুখ আটকায় কে? সাধারণ মানুষের এই সকল মতামত বরাবরের মতো উপেক্ষা করা হলেও যাদের মতামতের অপেক্ষায় মানুষ বসে থাকে তারা অনেকটা নিশ্চুপ। রাজনীতিবিদরা দলের কিংবা ব্যক্তির স্বার্থে যে যার মতো করে মতামত দিবে। সরকার সবকিছু পর্যবেক্ষণে রেখে সময়মতো সুযোগ বুঝে সিদ্ধান্ত নেবে। বিরোধীদল ছাত্রলীগের জাত গোষ্ঠী নিয়ে কথা বলবে। ছাত্রলীগ তাদের মন্দকে ঢাকার জন্য ভালো দিকগুলো টেনে আনবে৷ এসব কোনো নিত্যনতুন বিষয় নয়৷ প্রতিটি ঘটনাকে সুনির্দিষ্ট ঐ ঘটনা দ্বারা বিচার বিশ্লেষণ না করে এটা ওটা টেনে এনে শাখা প্রশাখা ছড়াতে গিয়ে মূল হারিয়ে ফেলা হয়। বাঙালিরাও এতই গড্ডলিকা যে স্রোতের অনুকূলে চলতে চলতে প্রতিকূলে যে সত্য ফেলে আসছে ওটা চিন্তা করার মানসিকতা ও হারিয়ে ফেলে। যতোদিন বাঙালির এই মানসিকতা পরিবর্তন হবে না ততোদিন সত্য তাঁদের সংস্পর্শে আসবে না।

এবার কাজের কথায় আসা যাক, ধরুন মহিলা মাদ্রাসার কতগুলো মেয়ে জোর করে একটি মেয়েকে মাদ্রাসার স্ট্যুডেন্ট/হুজুরের সাথে সেক্স করতে বাধ্য করেছে। মাদ্রাসার স্ট্যুডেন্ট বা হুজুরও তার যৌন চাহিদা মিটিয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস অথবা বছরের পর বছর। ঐ মেয়েও লোকলজ্জা আর নিজের আত্মসম্মানের ভয়ে ধর্ষিত হয়েও মুখ খুলতে পারছে না। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বা অন্য কোনো ঘটনাক্রমে বিষয়টি মিডিয়ার সামনে এলো।
তখন মানুষের প্রতিক্রিয়া কী হবে এক শ্রেণীর ধর্মান্ধরা আছে যারা বলবে, “শুধু মাদ্রাসার গুলো দেখেন আপনারা? কলেজ ইউনিভার্সিটির গুলো দেখেন না?” হুজুররা এই ব্যাপারে সমালোচনা করতে রাজি হবেন না। যেমনটা ইডেন কলেজের বিষয়টি নিয়ে করছেন। রাজনৈতিক দলগুলো এখানেও যার যার সুবিধামতো মন্তব্য করবে। সরকার সবকিছু পর্যবেক্ষণে রেখে সুযোগ এবং সময় অনুযায়ী সিদ্ধান্ত নিবেন।

স্যাকুলার, সুশীল সমাজ, নারীবাদীরা প্রতিবাদের ঝড় তুলবে। মাদ্রাসা বন্ধের দাবিতে কলামের পর কলাম লিখবে৷ ঐসব মেয়ে আর হুজুরদের জনগণের কাঠগড়ায় এনে দাঁড় করাবার দাবিতে স্লোগান তুলবে, মিছিলে গলা ফাটাবে। কিন্তু ইডেন কলেজের বেলায় এসব নয় কেন? দৃষ্টিভঙ্গির এই ভিন্নতা যতোদিন বদলাবেনা ততোদিন এই জাতির ভাগ্য বদলাবে না।

→বখতিয়ার সালমান
লেখকঃ সংবাদকর্মী ও সাহিত্যানুরাগী

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal