হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আঃ জলিলের দ্বিতীয় পুত্র স্কুল পড়ুয়া ৫ম শ্রেনীর ছাত্র মোঃ সৌরভ মিয়া (১৪)।
গত (২৪সেপ্টেম্বর) শুক্রবার, দুপুর ১২টায়, ইনাতাবাদ জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় সৌরভ নামের ওই কিশোর। নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানপ খুঁজাখুঁজির পর আত্বীয়- স্বজনদের সাথে যোগাযোগ করে ও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
তাঁর উচ্চতা- অনুমান ৩ফুট৬ইঞ্চি,স্বাস্থ্য-মিডিয়াম,গায়ের রং-শ্যামলা,মুখ-মন্ডল-গোলাকার,মাথার চুল-কালো।নিখোঁজ হওয়ার সময় তাঁর পড়নে ছিল কালো রংয়ের পাঞ্জাবি।
এ বিষয়ে নিখোঁজ কিশোরের পিতা হবিগন্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তাকে যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি খুঁজে পান,তাহলে ছবিতে দেওয়া নাম্বার ও নিম্নে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
নিখোঁজ ব্যাক্তির পিতা-মোঃ জলিলঃ 01718423304
চাচা- তানভীরঃ 01776589409
চাচা- মহিউদ্দিনঃ 01775227444