বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক এবং প্রযোজক আদনান আসছেন দিনাজপুর জেলায় তার অভিনীত দুটি সিনেমা “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী “এবং “প্রেমিক ছেলে” মুক্তির প্রদর্শণীর জন্য।আদনান আদির এই সিনেমা দুটি ব্যপকভাবে সফলতা লাভ করেছে দেশের বিভিন্ন সিনেমা হলে দীর্ঘ সপ্তাহব্যাপী চলার কারণে।অন্যান্য সিনেমা হলের মালিকগণও সিনেমা দুটি তাদের হলে প্রচারের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে।তারমধ্যে দিনাজপুর মডার্ন সিনেমা হলে ২১ অক্টোবর থেকে “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী’ এবং ২৮ অক্টোবর থেকে ‘প্রেমিক ছেলে’ মোট দুই সপ্তাহ প্রচারিত হওয়ার ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে মর্ডান সিনেমা হলের মালিক।এ ব্যাপারে আদনান আদি বলেন ,খুব ভালো লাগছে দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকগণ থেকে সাড়া পাচ্ছি এবং খুব শিগ্রহি দিনাজপুর মডার্ন সিনেমা হলের পাশাপাশি আরো অনেকগুলো জেলায় আমার ছবি মুক্তি পাবে।অন্যান্য সিনেমা হলের নামগুলো পরবর্তীতে জানানো হবে।চলতি মাসের ২১ তারিখে দিনাজপুর মডার্ন সিনেমা হলে চিত্রনায়ক আদনান আদি সহ সিনেমার পুরো টিম মেম্বাররা উপস্থিত থাকবে। সম্প্রতি আদনান আদি তার আদি প্রোডাকশন এর পুরোনো অফিস ঠিকানা পরিবর্তন করে কাকরাইল ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে এ নিয়েছে,এখন থেকেই আদি প্রোডাকশনের প্রযোজনার কাজ অব্যাহত থাকবে।
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক এবং প্রযোজক আদনান আসছেন দিনাজপুর জেলায় তার অভিনীত দুটি সিনেমা “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী “এবং “প্রেমিক ছেলে” মুক্তির প্রদর্শণীর জন্য।আদনান আদির এই সিনেমা দুটি ব্যপকভাবে সফলতা লাভ করেছে দেশের বিভিন্ন সিনেমা হলে দীর্ঘ সপ্তাহব্যাপী চলার কারণে।অন্যান্য সিনেমা হলের মালিকগণও সিনেমা দুটি তাদের হলে প্রচারের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে।তারমধ্যে দিনাজপুর মডার্ন সিনেমা হলে ২১ অক্টোবর থেকে “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী’ এবং ২৮ অক্টোবর থেকে ‘প্রেমিক ছেলে’ মোট দুই সপ্তাহ প্রচারিত হওয়ার ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে মর্ডান সিনেমা হলের মালিক।এ ব্যাপারে আদনান আদি বলেন ,খুব ভালো লাগছে দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকগণ থেকে সাড়া পাচ্ছি এবং খুব শিগ্রহি দিনাজপুর মডার্ন সিনেমা হলের পাশাপাশি আরো অনেকগুলো জেলায় আমার ছবি মুক্তি পাবে।অন্যান্য সিনেমা হলের নামগুলো পরবর্তীতে জানানো হবে।চলতি মাসের ২১ তারিখে দিনাজপুর মডার্ন সিনেমা হলে চিত্রনায়ক আদনান আদি সহ সিনেমার পুরো টিম মেম্বাররা উপস্থিত থাকবে। সম্প্রতি আদনান আদি তার আদি প্রোডাকশন এর পুরোনো অফিস ঠিকানা পরিবর্তন করে কাকরাইল ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে এ নিয়েছে,এখন থেকেই আদি প্রোডাকশনের প্রযোজনার কাজ অব্যাহত থাকবে।
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক এবং প্রযোজক আদনান আসছেন দিনাজপুর জেলায় তার অভিনীত দুটি সিনেমা “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী “এবং “প্রেমিক ছেলে” মুক্তির প্রদর্শণীর জন্য।আদনান আদির এই সিনেমা দুটি ব্যপকভাবে সফলতা লাভ করেছে দেশের বিভিন্ন সিনেমা হলে দীর্ঘ সপ্তাহব্যাপী চলার কারণে।অন্যান্য সিনেমা হলের মালিকগণও সিনেমা দুটি তাদের হলে প্রচারের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে।তারমধ্যে দিনাজপুর মডার্ন সিনেমা হলে ২১ অক্টোবর থেকে “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী’ এবং ২৮ অক্টোবর থেকে ‘প্রেমিক ছেলে’ মোট দুই সপ্তাহ প্রচারিত হওয়ার ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে মর্ডান সিনেমা হলের মালিক।এ ব্যাপারে আদনান আদি বলেন ,খুব ভালো লাগছে দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকগণ থেকে সাড়া পাচ্ছি এবং খুব শিগ্রহি দিনাজপুর মডার্ন সিনেমা হলের পাশাপাশি আরো অনেকগুলো জেলায় আমার ছবি মুক্তি পাবে।অন্যান্য সিনেমা হলের নামগুলো পরবর্তীতে জানানো হবে।চলতি মাসের ২১ তারিখে দিনাজপুর মডার্ন সিনেমা হলে চিত্রনায়ক আদনান আদি সহ সিনেমার পুরো টিম মেম্বাররা উপস্থিত থাকবে। সম্প্রতি আদনান আদি তার আদি প্রোডাকশন এর পুরোনো অফিস ঠিকানা পরিবর্তন করে কাকরাইল ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে এ নিয়েছে,এখন থেকেই আদি প্রোডাকশনের প্রযোজনার কাজ অব্যাহত থাকবে।