“হাওয়া” সিনেমার পর আয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সময়ের জনপ্রিয় চিত্র নায়ক আদনান আদির দুই সিনেমা “আমি তোমার রাজা,তুমি আমার রাণী” এবং “প্রেমিক ছেলে”। দিনাজপুর মডার্ন সিনেমা হলে মাত্র দুই সপ্তাহে আয় করেছে এক লক্ষ্য আশি হাজার টাকা, এছাড়া “পরান” সিনেমা দুই সপ্তাহে মডার্ন সিনেমা হল থেকে এক লক্ষ ষাট হাজার টাকা আয় করতে সক্ষম হয়েছে ।দিনাজপুর এর পর এবার নওগাঁর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আদনান আদির দুই সিনেমা। আসছে চার নভেম্বর থেকে “আমি তোমার রাজা,তুমি আমার রাণী” এবং এগারো নভেম্বর থেকে “প্রেমিক ছেলে “ চলবে নওগাঁর সিনেমা হলে।এ প্রসঙ্গে আদনান আদি বলেন ,দিনাজপুরের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যা আমাকে মুগ্ধ করেছে ,এবার নওগাঁর পালা !!আসছি নওগাঁতে আমার সিনেমার টিম সহ।দর্শকদের ভালোবাসা এবং আগ্রহের কারণেই বিভিন্ন জেলার হল মালিকগণ আমার সিনেমা নেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে ,আশা করি চলতি মাসের মধ্যেই আরো কয়েক জেলায় আমার সিনেমা দুটি মুক্তি পাবে।দর্শকদের উদ্দ্যেশে তিনি বলেন ,আপনারা বেশি বেশি বাংলা সিনেমা দেখুন ,আপনারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখলেই বেঁচে থাকবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি।