তৌহিদুল ইসলাম তৌহিদঃ
S-Track Music এর প্রযোজনায় অভিনেতা এম আরিফিন বাপ্পি সম্প্রতি শেষ করলেন “সাবলেটার বৌ “ নামক একটি নাটকের কাজ।নাটকটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম এবং সহকারী পরিচালনায় ছিলেন তরিকুল ইসলাম সাগর।নাটকে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জান্নাত আরেফিন সহ আরো অনেকে। নাটকের মূল ঘটনা শুরু হয় ইভা নামের একজন মেয়ের তুষার নামের একজন ছেলের সাথে সাবলেট বাসা ভাড়াকে কেন্দ্র করে। ইভা এবং তুষারের মাঝে সাবলেট বাসায় থাকা নিয়ে ঘটতে থাকে বিভিন্ন ঘটনা।শেষ পর্যন্ত ইভা এবং তুষারের ভাগ্যে কি পরিণতি ঘটে তা দেখার জন্য চোখ রাখতে হবে আগামী মাসের ১ সেপটেম্বর S-Track Music এর ইউটুব চ্যানেলে।এম আরিফিন বাপ্পি বলেন ,এই নাটকটির গল্প একটু ব্যতিক্রমধর্মী, যা অন্যান্য নাটকের থেকে আলাদা।প্রচন্ড গরমের ভিতরে নাটকটির শুটিং করতে গিয়ে গল্পের চরিত্রের ভিতরে যেভাবে ডুবেছিলাম ,কোনো কষ্টই অনভুব হয়নি।নাটকটির পরিচালক শফিকুল ইসলাম অসাধারণ সুন্দর ভাবে পরিচালনা করেছেন যা গল্পের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে আমাদের জন্য সহজ হয়েছে।তিনি আরো বলেন ,আপনারা নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগার বিনোদন তৈরী হবে আপনাদের মাঝে।বর্তমানের ব্যস্ততা নিয়ে তিনি বলেন ,সাবলেটার বৌ এর পাশাপাশি আরো কয়েকটি নাটকের কাজ শেষ করলাম সেগুলো আপনারা সামনে দেখতে পাবেন আর কলকাতায় একটি গানের মিউজিক ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি যা দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে থাকলো।দর্শকদের ভালোবাসাই আমাকে এত দূর নিয়ে এসেছে তাই ভবিষ্যতেও এই ভালোবাসায় সিক্ত হয়ে মডেলিং এবং অভিনয় নিয়ে বেঁচে থাকতে চাই।