ইয়ামিন ভূঁইয়া,ঢাকা
দেশে করোনাভাইরাস নিয়মিত বেড়েই চলেছে।এই ধারাবাহিকতায় আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায়, সরকারি হিসেবে করানোয় প্রাণ ঝড়লো ৫ জনের।আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন।শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৩১। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৭০।
আজ দেশে করোনায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই ঢাকা বিভাগের। পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী। চারজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, একজনের বেসরকারি হাসপাতালে।