কাউখালি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
পিরোজপুর জেলার কাউখালি উপজেলা পরিষদের আয়োজনে অদ্য ০৮/০৬/২০২২ইং তারিখ উপজেলা মিনায়তনে অনুষ্ঠিত হয় উন্নয়ন কর্মকাণ্ড ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা।
উক্ত সভার সভাপতিত্ব করেন..উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা,,,
উক্ত সভায় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ এর সভাপতি ও সম্পাদক সহ অনেক নেতাকর্মী,,
সেখানে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার ৫টি ইউনিয়ন এর চেয়ারম্যান সহ ইউপি সদস্য গন,,,
১,২,৪,৫ নং ইউনিয়ন চেয়ারম্যান গন বলেন তারা উপজেলা থেকে যতটুকু বরাদ্দ প্রাপ্য তারা সুন্দর রুপে সেটা উপজেলা কর্তিক পাচ্ছেন,,এবং তা দিয়ে সঠিক উন্নয়ন এর কাজ করতেছেন তাদের ইউনিয়ন এ,তারা এ কাজ করতে কোন বাধার সম্মুখীন হচ্ছেনা,,,,
বক্তব্যের মাঝে ৩নং কাউখালি সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন যে,তার ইউনিয়নে কোন কাজ বা উন্নয়ন মূলক কাজ করতে গেলে সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন তাকে নানা ধরনের বাধা সৃষ্টি করেন,,
কাউখালী উপজেলার মুক্তি যোদ্ধার সভাপতি,,আলী হোসেন বক্তিতা এর এক পর্যার বলেন,,কাউখালী উপজেলায় বরাদ্দ কৃত মুক্তি যোদ্ধার ঘর সুন্দর ভাবো বন্টন করা হয়েছে এবং প্রাথমিক পর্যার যারা প্রাপ্য তারা সে ঘর পেয়েছেন,,,
বক্তব্য শেষ সভাপতি,, বলেন কাউখালী উপজেলার এ উন্নয়ন কে ব্যাহত করতে একদল লোক নানা ভাবে পরিকল্পনা করতেছেন,,,এ বিষয় টি সমাধান এর জন্য তিনি চেষ্টা করবেন বলে যানান