চট্টগ্রাম প্রতিনিধি –
আজ (০১ নভেম্বর) কিডনাপারদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরলো মীরসরাইয়ের ৬ নং ইছাখালী ইউনিয়নের কাজীগ্রাম মহিউচ্চন্নাহ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের মেসবাহ উদ্দিন নামে এক ছাত্র। আজ ভোরে আনুমানিক ৬ টার দিকে ৪ জন বোরকা পরিহিত মহিলা কালো হাইস গাড়ীতে বাচ্চাটাকে তুলে নিয়ে যায়। বাচ্চার ছেঁছামেছীতে বেশি দূর নিয়ে যেতে না পারলেও বামনসুন্দর দারোগারহাট বাজারের পাশে গাড়ী থেকে শিশুটিকে ফেলে দিয়ে গাড়ীটি চলে যায়।
জানা যায়, শিশুটি ৬ নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাটের সাইফুল সওদাগরের ছেলে।
শিশুটি জানায়, গাড়ীতে আরও কয়েকজন শিশু অজ্ঞান অবস্হায় ছিলো। এই বিষয়ে কাজীগ্রাম মহিউচ্চন্নাহ হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ নুরুল হক হুজুর অত্র মীরসরাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক থাকার অনুরোধ করেন।
চট্টগ্রাম প্রতিনিধি –
আজ (০১ নভেম্বর) কিডনাপারদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরলো মীরসরাইয়ের ৬ নং ইছাখালী ইউনিয়নের কাজীগ্রাম মহিউচ্চন্নাহ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের মেসবাহ উদ্দিন নামে এক ছাত্র। আজ ভোরে আনুমানিক ৬ টার দিকে ৪ জন বোরকা পরিহিত মহিলা কালো হাইস গাড়ীতে বাচ্চাটাকে তুলে নিয়ে যায়। বাচ্চার ছেঁছামেছীতে বেশি দূর নিয়ে যেতে না পারলেও বামনসুন্দর দারোগারহাট বাজারের পাশে গাড়ী থেকে শিশুটিকে ফেলে দিয়ে গাড়ীটি চলে যায়।
জানা যায়, শিশুটি ৬ নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাটের সাইফুল সওদাগরের ছেলে।
শিশুটি জানায়, গাড়ীতে আরও কয়েকজন শিশু অজ্ঞান অবস্হায় ছিলো। এই বিষয়ে কাজীগ্রাম মহিউচ্চন্নাহ হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ নুরুল হক হুজুর অত্র মীরসরাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক থাকার অনুরোধ করেন।