নিউজ ডেস্কঃ
RAB – 6 তার প্রতিষ্ঠাকাল থেকেই অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার চাঁদাবাজ , সন্ত্রাসী,খুনী , ছিনতাইকারী অপহরণকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ও জনগণের বিশ্বাস অর্জন করেছেন।
এরই ধারাবাহিকতায় (RAB 6 যশোর ) এর একটি চৌকশ দল গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারে যে গত ১৭/১২/২১ ইং তারিখে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ভিকটিমে আঃ রহমান সাকিব ( ২৮) বাসা থেকে বের হয়ে যশোর কোতোয়ালি থানার অধীন হুশতলা কবরস্থানের দক্ষিণ পাশে বিশের মোড় জৈনক শহিদুল নামে চটপটির দোকানের ২০০ গজ দক্ষিণে কাঁচা রাস্তার উপর এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা আসামিরা ভিকটিমকে ডেকে নিয়ে যায় হত্যা করার উদ্দেশ্যে। ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ও জখম করে রক্তাক্ত করেছে।
১ নং আসামি সবুজ ছুরি দিয়ে ভিকটিমের ডান পায়ের হাঁটুর উপর আঘাত করে ২ নং আসামি ছুরি দিয়ে ভিকটিমের বাম পাশে আঘাত করে ও জখম করে রক্তাক্ত করেছে ।৪ ও ৫ নং আসামি ভিকটিমের নিতম্বের বাম পাশে আঘাত করে ও জখম করে রক্তাক্ত করেছে। এই রক্তাক্ত অবস্থায় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন ও আত্নীয় স্বজন এসে ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে । কিন্তু ভিকটিম চিকিৎসা রত অবস্থায় মারা যান । ভিকটিমের চাচা মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৫ , তারিখ ১৮/১২/২১ ইং ।
ধারা ৩০২/৩৪ পেনাল কোড । উক্ত মামলাটি (RAB 6 ) এর একটি চৌকশ দল তদন্ত করে ও এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখেন।