বুধবার, ২৪ মে ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

কালীগঞ্জ উপজেলার রতনপুর চাঞ্চল্যকর রাকিব হত্যার মানিকসহ ৯ আসামি গ্রেফতার

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে


নিউজ ডেস্কঃ

RAB – 6 তার প্রতিষ্ঠাকাল থেকেই অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার চাঁদাবাজ , সন্ত্রাসী,খুনী , ছিনতাইকারী অপহরণকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ও জনগণের বিশ্বাস অর্জন করেছেন।
এরই ধারাবাহিকতায় (RAB 6 যশোর ) এর একটি চৌকশ দল গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারে যে গত ১৭/১২/২১ ইং তারিখে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ভিকটিমে আঃ রহমান সাকিব ( ২৮) বাসা থেকে বের হয়ে যশোর কোতোয়ালি থানার অধীন হুশতলা কবরস্থানের দক্ষিণ পাশে বিশের মোড় জৈনক শহিদুল নামে চটপটির দোকানের ২০০ গজ দক্ষিণে কাঁচা রাস্তার উপর এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা আসামিরা ভিকটিমকে ডেকে নিয়ে যায় হত্যা করার উদ্দেশ্যে। ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ও জখম করে রক্তাক্ত করেছে।
১ নং আসামি সবুজ ছুরি দিয়ে ভিকটিমের ডান পায়ের হাঁটুর উপর আঘাত করে ২ নং আসামি ছুরি দিয়ে ভিকটিমের বাম পাশে আঘাত করে ও জখম করে রক্তাক্ত করেছে ।৪ ও ৫ নং আসামি ভিকটিমের নিতম্বের বাম পাশে আঘাত করে ও জখম করে রক্তাক্ত করেছে। এই রক্তাক্ত অবস্থায় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন ও আত্নীয় স্বজন এসে ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে । কিন্তু ভিকটিম চিকিৎসা রত অবস্থায় মারা যান । ভিকটিমের চাচা মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৫ , তারিখ ১৮/১২/২১ ইং ।
ধারা ৩০২/৩৪ পেনাল কোড । উক্ত মামলাটি (RAB 6 ) এর একটি চৌকশ দল তদন্ত করে ও এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal