কুমিল্লা থেকে আব্দুল হান্নান ।। জীবিকার তাগিদে চা বিক্রয় বন্ধ করে মাছ ধরে সংসার চালাতে পথ বেছে নিয়েছে কুমিল্লা দক্ষিন উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল ফারুক । তিনি দীর্ঘদিন ধরে রিজয়রামপুর বাজরে চা বিক্রয় করে সংসার চালাতেন । দীর্ঘদিন মহামারী করোনা ভাইরাসের কারনে দফায় দফায় লকডাউনের কবলে পড়ে চায়ের দোকান খুলতে পারে নি, তাতে দিনে দিনে দোকানের খরিদদার সরে যাই । যে কারনে সে সংসার চালাতে দায় দেনায় জড়িয়ে পড়ে । সম্প্রতি লকডাউন না থাকায় দোকান খোলার সুযোগ পেলেও নেই পূর্বের মত খরিদদার , তারপর নেই বেচাকেনা।তাতে তিনি হতাশার ভিতর দিন কাটাচ্ছেন । তিনি এ প্রতিনিধিকে জানান ১৫শত টাকার মাল কিনে ১২শত টাকা বিক্রয় হচ্ছে । প্রতিনিয়ত আমার ব্যবসা লুকশানের দিকে । আমার সংসারে ৫ জন সদস্য ,আমি কোন উপায় না পেয়ে ব্যবসা বন্ধ করে মাছ ধরার পথ বেছে নিয়েছি । বর্তমান মাছ ধরে কোন রকম সংসার চালাচ্ছি।