শুভ ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বস্তাবন্দি অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপাড়া গ্রাম এলাকায় সড়কের পাশের একটি ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা সড়কের পাশে একটি বস্তা দেখতে পায়। বস্তা খুলে দেখা যায় সদ্যপ্রসূত মেয়ের লাশ। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, কেউ হয়তো নবজাতকের লাশ বস্তায় ভরে রাস্তায় পাশে ধান খেতে ফেলে যায়। তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।