যশোর জেলা প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলার ভালুকঘরে (ইউপি) মেম্বার আজিজুর রহমানের বিরুদ্ধে অন্যের জমি জবর দখল করে দোকান ঘর তৈরির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকঘর গ্রামের সামছুর রহমান সানার ছেলে হাবিবুর রহমান কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় ভূমিদূস্যু মেম্বার আজিজুর রহমান ( ৪৫ ) ও তার ভাই মোস্তাফিজুর রহমান ( ৪০ ) , উভয় পিতা- মৃত আকবর আলী বিশ্বাস , সাং- ভালুকঘর , থানা- কেশবপুর , যশোর কেশবপুর থানাধীন ভালুঘর মৌজায় ভালুকঘর বাজারে সাহেব আলীর পাটের আড়তের পিছনে বাদীর তফসিল আর এস ২০১২ দাগে পিতার নামীয় তপশিল বর্নিত সম্পত্তি আমার পিতা ক্রয় সূত্রে মালিক হয়ে বর্নিত সম্পত্তি পিতা তার নিজ নামে রেকর্ড করে দীর্ঘদিন যাবৎকাল ভোগ দখলে আছেন । উক্ত বিবাদীদ্বয় আমার পিতার নামীয় তপশিল বর্নিত নালিশী দাগের জমি জমা পূর্ব হতে জোর করে জবর দখল করার পায়তারা করা সহ আমাদের বিভিন্ন ভাবে হয়রানী , ক্ষয় ক্ষতি , অত্যাচার , নির্যাতন করে আসছে । আমার বৃদ্ধ পিতা ইতিমধ্যে অসুস্থ হওয়ায় আমি সহ আমার পরিবারের অধিকাংশ লোকজন পিতাকে যশোর নিয়ে তাকে সুচিকিৎসার কাজে ব্যস্ত থাকি । সেই সুযোগ উক্ত বিবাদীদ্বয় সহ তাদের সাথে থাকা আরো অজ্ঞাতনামা ৮/১০ বিবাদী ইং- ১০/১০/২০২১ তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় আমার পিতার নামীয় ও রেকর্ডীয় নিম্ন তপশিল বর্নিত জমিতে এসে জমি জবর দখল করার লক্ষ্যে জমিতে জোর করে পাকা ঘর করার কাজ শুরু করে । আমি সহ আমার পরিবারের লোকজন ইং- ১০/১০/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় বাড়ি এসে ভালুকঘর বাজারে আসি ও আমাদের জমিতে কাজ করার ঘটনা সাক্ষীদের নিকট হতে শুনি । অতঃপর আমি সহ সাক্ষীরা ইং- ১০/১০/২০২১ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় উক্ত বিবাদীদ্বয়কে ভালুকঘর বাজারে ফজর আলীর ফার্নিচারের দোকানের সামনে রাস্তায় পেয়ে আমাদের জায়গায় পাকা ঘর বাধার কারন জিজ্ঞাসা করলে তাহারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে বিভিন্ন অশ্লীল অকথ্য ভাষায় গালি গালাজ করে ও তাদের পাকা ধর করার কাজে বাধা দিতে গেলে তাহারা আমাদের মারপিট ও প্রাণ নাশ করবে বলে হুমকি দেয় । উক্ত ঘটনার সাক্ষী ১। মোঃ আঃ সামাদ ( ৫২ ) , পিতা- মৃত কেরামত মোল্লা , ২। আঃ খালেক সানা ( ৫৫ ) , ৩। মহিদুল সানা ( ৪০ ) , উভয় পিতা- মৃত মোকসেদ আলী সানা , সর্ব সাং- ভালুকঘর , থানা- কেশবপুর , জেলা- যশোর সহ আরও অনেকেই জানে এ ব্যাপারে নাম্বার আজিজুর রহমানের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে এলাকাবাসী জানান মেম্বার আজিজুর রহমান একজন ভূমিদস্যু তাছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা রকম অভিযোগ রয়েছে এলাকাবাসী তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
যশোর জেলা প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলার ভালুকঘরে (ইউপি) মেম্বার আজিজুর রহমানের বিরুদ্ধে অন্যের জমি জবর দখল করে দোকান ঘর তৈরির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকঘর গ্রামের সামছুর রহমান সানার ছেলে হাবিবুর রহমান কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় ভূমিদূস্যু মেম্বার আজিজুর রহমান ( ৪৫ ) ও তার ভাই মোস্তাফিজুর রহমান ( ৪০ ) , উভয় পিতা- মৃত আকবর আলী বিশ্বাস , সাং- ভালুকঘর , থানা- কেশবপুর , যশোর কেশবপুর থানাধীন ভালুঘর মৌজায় ভালুকঘর বাজারে সাহেব আলীর পাটের আড়তের পিছনে বাদীর তফসিল আর এস ২০১২ দাগে পিতার নামীয় তপশিল বর্নিত সম্পত্তি আমার পিতা ক্রয় সূত্রে মালিক হয়ে বর্নিত সম্পত্তি পিতা তার নিজ নামে রেকর্ড করে দীর্ঘদিন যাবৎকাল ভোগ দখলে আছেন । উক্ত বিবাদীদ্বয় আমার পিতার নামীয় তপশিল বর্নিত নালিশী দাগের জমি জমা পূর্ব হতে জোর করে জবর দখল করার পায়তারা করা সহ আমাদের বিভিন্ন ভাবে হয়রানী , ক্ষয় ক্ষতি , অত্যাচার , নির্যাতন করে আসছে । আমার বৃদ্ধ পিতা ইতিমধ্যে অসুস্থ হওয়ায় আমি সহ আমার পরিবারের অধিকাংশ লোকজন পিতাকে যশোর নিয়ে তাকে সুচিকিৎসার কাজে ব্যস্ত থাকি । সেই সুযোগ উক্ত বিবাদীদ্বয় সহ তাদের সাথে থাকা আরো অজ্ঞাতনামা ৮/১০ বিবাদী ইং- ১০/১০/২০২১ তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় আমার পিতার নামীয় ও রেকর্ডীয় নিম্ন তপশিল বর্নিত জমিতে এসে জমি জবর দখল করার লক্ষ্যে জমিতে জোর করে পাকা ঘর করার কাজ শুরু করে । আমি সহ আমার পরিবারের লোকজন ইং- ১০/১০/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় বাড়ি এসে ভালুকঘর বাজারে আসি ও আমাদের জমিতে কাজ করার ঘটনা সাক্ষীদের নিকট হতে শুনি । অতঃপর আমি সহ সাক্ষীরা ইং- ১০/১০/২০২১ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় উক্ত বিবাদীদ্বয়কে ভালুকঘর বাজারে ফজর আলীর ফার্নিচারের দোকানের সামনে রাস্তায় পেয়ে আমাদের জায়গায় পাকা ঘর বাধার কারন জিজ্ঞাসা করলে তাহারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে বিভিন্ন অশ্লীল অকথ্য ভাষায় গালি গালাজ করে ও তাদের পাকা ধর করার কাজে বাধা দিতে গেলে তাহারা আমাদের মারপিট ও প্রাণ নাশ করবে বলে হুমকি দেয় । উক্ত ঘটনার সাক্ষী ১। মোঃ আঃ সামাদ ( ৫২ ) , পিতা- মৃত কেরামত মোল্লা , ২। আঃ খালেক সানা ( ৫৫ ) , ৩। মহিদুল সানা ( ৪০ ) , উভয় পিতা- মৃত মোকসেদ আলী সানা , সর্ব সাং- ভালুকঘর , থানা- কেশবপুর , জেলা- যশোর সহ আরও অনেকেই জানে এ ব্যাপারে নাম্বার আজিজুর রহমানের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে এলাকাবাসী জানান মেম্বার আজিজুর রহমান একজন ভূমিদস্যু তাছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা রকম অভিযোগ রয়েছে এলাকাবাসী তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন