গত ১৪ই সেপ্টেম্বর মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আনসার আলী সর্দারের ৩৫তম মৃত্যু বার্ষিকী পালন হয়। হেলাঞ্চী গ্রামের মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে আলোচনা , মিলাদ ও কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলার সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু সহ এলাকার বিভিন্ন শ্রেনির মানুষ উপস্থিত ছিলেন , উল্লেখ্য ১৯৮৬ইং সালের ১৪ই সেপ্টেম্বর যশোর দড়াটানাস্থ “হোটেল রিনার” গলিতে দুপুর বেলা দূর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছিলেন। ১৯৮৪ইং সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং মৃত্যুর আগপর্যন্ত তিনি স্বদায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি ৩স্ত্রী ৫ছেলে এবং ৫মেয়ে রেখে গিয়েছিলেন।