মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:২১ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি উৎপাদন মণিরামপুরের মাছ যাচ্ছে দেশ-বিদেশে

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি মাছ উৎপাদিত হচ্ছে যশোরের মণিরামপুরে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশ-বিদেশে। জানা যায়, ভৌগলিক কারণে তথা যশোর-খুলনার দুঃখ ভবদহের জলাবদ্ধতা এবং কপোতা নদের অববাহিকায় জলামগ্ন বিস্তৃত পতিত নিচু জমিতে বাঁধ দিয়ে মৎস্য ঘের নির্মাণ করা সহ মণিরামপুরে রয়েছে তিনটি নদী, নদী সদৃশ ৫টি বাঁওড়, রয়েছে অনেক খাল-বিল, পুকুর-ডোবা। কৃষির ভান্ডার খ্যাত এই মণিরামপুরে তাই কৃষি পন্য উৎপাদনের পাশাপাশি লাভজনক খাত মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে অধিক পরিমাণ মাছ চাষি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছেন। মৎস্য দপ্তর তথা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় অত্র উপজেলার মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধকরণের পাশাপাশি চাষীদের দতা বৃদ্ধিতে কারিগরী ও প্রযুক্তিগত প্রশিণ প্রদান, মাছের খামারে রোগ বালাই নিরাময়ে সুষ্ঠু পরিচর্যার সঠিক নির্দেশনা প্রদান অব্যাহত রাখায় মৎস্যখাতে কাংখিত উৎপাদন সম্ভব হয়েছে। এই অভিমত ব্যক্ত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপল্েয সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ৫ লাধিক জনঅধ্যুষিত মণিরামপুর উপজেলায় বাৎসরিক মৎস্য প্রোটিনের চাহিদা ৯হাজার মেঃ টন। অথচ এই উপজেলায় বাৎসরিক মাছের উৎপাদন প্রায় ৪০ হাজার মেঃ টন। যা চাহিদার চেয়ে প্রায় চারগুণের বেশি। তিনি বলেন, মণিরামপুর উপজেলার মৎস্যচাষিরা দেশীয় প্রজাতির রুই, কাতল, মৃগেল, কালবাউসের পাশাপাশি অধিক উৎপাদনশীল ও লাভজনক পাবদা, টেংরা, শিং, মাগুর, কৈ মাছ, থাই পুটি, নাইলোটিকা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্রাস কার্প, পাংগাস, শৈল মাছ, চিংড়ী, গলদা,বাগদা,কাকড়া এবং বেশ কিছু কমনকার্প জাতীয় মাছের চাষ করায় অত্র উপজেলায় কাংখিত মৎস্য উৎপাদনের এই অর্জন সম্ভব হয়েছে। আর এ জন্য মৎস্যচাষীদের পাশে থেকে যথাসম্ভব সব ধরনের নিরলস সহযোগিতা দিয়ে যাচ্ছেন উপজেলা মৎস্য অফিস। মৎস্যচাষিদের সার্বিক সেবা নিশ্চিত করতে উপজেলার ১৭ টি ইউনিয়নে নিয়োজিত আছেন ১৭ জন লিফ। যারা তাৎনিকভাবে চাষীদের আহবানে সাড়া দিয়ে উপজেলা মৎস্য অফিসের সাথে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব ধরনের সমস্যা সমাধান করে থাকেন। এতে মৎস্যচাষীরা মাছচাষের েেত্র রোগ-বালাই ও নানান সমস্যার সমাধান পেয়ে উপকৃত হচ্ছেন। সম্ভাবনাময় এই খাতে মৎস্যচাষীদের উৎপাদিত মাছ বিক্রয় করার জন্য গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্রয়-বিক্রয় কেন্দ্র। ফলে মৎস্যচাষীদের মাছ বিক্রির রয়েছে যথেষ্ট নিশ্চয়তা। তা ছাড়া এখানকার মৎস্য ব্যবসায়ীরা স্থানীয়ভাবে মাছ বিকিকিনির পাশাপাশি দেশের বড় বড় শহর ও হাট-বাজারে মাছের চালান প্রতিনিয়ত পাঠাচ্ছেন। বিদেশেও এখন রপ্তানি করা হচ্ছে মণিরামপুরের মাছ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর প্রচার প্রচারনা মণিরামপুরের এই সম্ভাবনা মৎস্যখাতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন মৎস্য সপ্তাহ আয়োজন উপল্েয সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal