বগুড়া প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নির্ভর চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’র মুক্তি উপলক্ষ্যে বগুড়ায় বৃহস্পতিবার (৩০ মে) বিকালে আনন্দ-শোভাযাত্রা করা হয়েছে। এতে অংশ নেন চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় থাকা অভিনেতা আহমেদ রুবেল এবং চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
আগামীকাল (শুক্রবার) ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। এ উপলক্ষে শহরের সাতমাথা এলাকায় সিনেমার প্রচারণার জন্য এ আয়োজন করে জেলা যুবলীগ।
এতে চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম, কলা-কুশলী এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মুজিব মঞ্চে সিনেমাটির প্রচারণা সভার আয়োজন করা হয়।
‘চিরঞ্জীব মুজিব’ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) এবং চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম।
তিনি জানান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি অংশমাত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ে মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়।
বগুড়া প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নির্ভর চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’র মুক্তি উপলক্ষ্যে বগুড়ায় বৃহস্পতিবার (৩০ মে) বিকালে আনন্দ-শোভাযাত্রা করা হয়েছে। এতে অংশ নেন চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় থাকা অভিনেতা আহমেদ রুবেল এবং চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
আগামীকাল (শুক্রবার) ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। এ উপলক্ষে শহরের সাতমাথা এলাকায় সিনেমার প্রচারণার জন্য এ আয়োজন করে জেলা যুবলীগ।
এতে চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম, কলা-কুশলী এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মুজিব মঞ্চে সিনেমাটির প্রচারণা সভার আয়োজন করা হয়।
‘চিরঞ্জীব মুজিব’ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) এবং চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম।
তিনি জানান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি অংশমাত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ে মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়।