সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি ঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দু’টি রাস্তার উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার(৯ই সেপ্টেম্বর)দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে আমরোড বাজার হতে গাদ্দিশাইল গ্রামের ও আমরোড বাজার হতে ভায়া কালামন্ডল চন্ডিচড়া চা বাগান রাস্তা পাকাকরণ কাজের উদ্ভোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি। রাস্তা দুটির ব্যায় ধরা হয়েছে, ২কোটি ৬৭ লক্ষ টাকা।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লষ্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক,থানার অফিসার ইনর্চাজ(ওসি)আলী আশরাফ. উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার আলী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,
আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাছের,উপজেলা কৃষকলীগ সভাপতি মুজিবুর রহমান, ছাত্রলীগ সভাপতি শাহজাহান শামী,সাধারণ সম্পাদক সায়েম তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে তিনি অসুস্থ চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেলকে দেখতে তিনি উনার বাসায় যান।