নিউজ ডেক্সঃ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মুনসুরুর রহমান টানা ৫ বার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন উপজেলার সবচেয়ে জনপ্রিয় মেম্বার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। গত রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় খেদাপাড়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে তিনি ইউপি সদস্যদের সংখ্যাগরিষ্ট ভোটে ৫ম বারের মতো প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন। এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ ও ইউপি সচিব মৃনাল কান্তি সরকার উপস্থিত ছিলেন। ইউপি মেম্বার মুনসুরুর রহমান জানান, তার নির্বাচনী এলাকা খেদাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড। জালালপুর,রঘুনাথপুর ও গরিবপুর গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ড থেকে তিনি ১৯৯৭ সাল থেকে টানা ৫বার নির্বাচন করে মেম্বার নির্বাচিত হয়েছেন। সৌভাগ্যক্রমে তিনি প্রতিবারই মোরগ প্রতিক নিয়ে নির্বাচন করে জনগনের প্রত্যক্ষ ভোটে বিপুলভোটে নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৮ নভেম্বর-২০২১ ইউপি নির্বাচনে তিনি মোরগ প্রতিক নিয়ে নির্বাচন করে ৫২১ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন। প্রতিটার্মেই তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দুইজন চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে উপনির্বাচন পূর্ব অন্তঃবর্ত্তীকালীন সময়ে দুইবার তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি আরও জানান, প্রায় ২৫ বছর যাবত ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি হিসেবে আছি। জনগণের কল্যাণে কাজ করা তার জীবনের প্রধান ব্রত। অসহায় ও দুস্থ্য মানুষের পাশে তিনি সর্বক্ষণ থেকে একজন সেবক হিসেবে নিজেকে নিবেদিত রেখেছেন। নির্বাচনী এলাকায় বিশেষ করে সবুজপল্লী কলেজ, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, জালালপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (যা পরবর্ত্তীতে সরকারীকরণ করা হয়েছে) নির্মাণ করাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে তার অগ্রণী ভূমিকা রয়েছে বলে জানান বার বার নির্বাচিত মেম্বার মুনসুরুর রহমান।