তৌহিদুল ইসলাম তৌহিদঃ
সম্প্রতি S-Track Music এর প্রযোজনায় এবং নাট্য পরিচালক শফিকুল ইসলাম এর পরিচালনায় “সাবলেটার বৌ” নামের একটি একক নাটকের কাজ শেষ করলেন এ সময়ের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী জান্নাত আফরিন।জান্নাত আফরিন এর মিডিয়ার শুরুটা হয় মডেলিং এর মাধ্যমে ।পাশাপাশি বিভন্ন একক এবং ধারাবাহিক নাটকে তিনি দীর্ঘ বছর অভিনয় করে আসছেন । শফিকুল ইসলাম এর পরিচালনায় “সাবলেটার বৌ” একক নাটকে প্রধান কেন্দ্রীয় চরিত্র হিসেবে তিনি অভিনয় করেছেন এম আরিফিন বাপ্পির বিপরীতে।জান্নাত আফরিন বলেন ,নাটকে আমার চরিত্রের নাম ইভা এবং নাটকের কাহিনী মূলত একটি সাবলেট বাসা ভাড়াকে কেন্দ্র করে।নাটকে একটি সাবলেট বাসা ভাড়া নেয়ার সময় নাটকের চরিত্র তুষার নামের একটি ছেলের সাথে আমার পরিচয় হয়।সাবলেট এ বাসার ভাড়া নেয়ার পর আমার এবং তুষারের মাঝে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত ইভা এবং তুষারের মাঝে কি পরিণতি ঘটে তা দেখার জন্য এক সেপ্টেম্বর S-Track Music এর অফিসিয়াল ইউটুবে চ্যানেল এ চোখ রাখতে হবে।নাটকের পরিচালক শফিকুল ইসলাম একজন মেধাবী পরিচালক যিনি আমাকে এই নাটকে অভিনয়ের ক্ষেত্রে অনেক সহজ এবং সুন্দর ভাবে নির্দেশনা দিয়েছেন।নাটকটিতে সহকারী পরিচালনা করেছেন তরিকুল ইসলাম সাগর এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন সিএম মামুন।জান্নাত আফরিন তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন,অভিনয় করতে গিয়ে সবসময় আমি নতুন কিছু শেখার চেষ্টা করি যা আমার অভিনয়ের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া মডেলিং এর পাশাপাশি নিজেকে একজন দক্ষ এবং প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ,আপনারা “সাবলেটার বৌ” নাটকটি S-Track Music এর ইউটুব চ্যানেল এ দেখেবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগার মতামত জানাবেন যা আমাকে অভিনয়ের জগতে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ যোগাবে।