রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

জান্নাত আফরিন এর “সাবলেটার বৌ”

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম তৌহিদঃ

সম্প্রতি S-Track Music এর প্রযোজনায় এবং নাট্য পরিচালক শফিকুল ইসলাম এর পরিচালনায় “সাবলেটার বৌ” নামের একটি একক নাটকের কাজ শেষ করলেন এ সময়ের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী জান্নাত আফরিন।জান্নাত আফরিন এর মিডিয়ার শুরুটা হয় মডেলিং এর মাধ্যমে ।পাশাপাশি বিভন্ন একক এবং ধারাবাহিক নাটকে তিনি দীর্ঘ বছর অভিনয় করে আসছেন । শফিকুল ইসলাম এর পরিচালনায় “সাবলেটার বৌ” একক নাটকে প্রধান কেন্দ্রীয় চরিত্র হিসেবে তিনি অভিনয় করেছেন এম আরিফিন বাপ্পির বিপরীতে।জান্নাত আফরিন বলেন ,নাটকে আমার চরিত্রের নাম ইভা এবং নাটকের কাহিনী মূলত একটি সাবলেট বাসা ভাড়াকে কেন্দ্র করে।নাটকে একটি সাবলেট বাসা ভাড়া নেয়ার সময় নাটকের চরিত্র তুষার নামের একটি ছেলের সাথে আমার পরিচয় হয়।সাবলেট এ বাসার ভাড়া নেয়ার পর আমার এবং তুষারের মাঝে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত ইভা এবং তুষারের মাঝে কি পরিণতি ঘটে তা দেখার জন্য এক সেপ্টেম্বর S-Track Music এর অফিসিয়াল ইউটুবে চ্যানেল এ চোখ রাখতে হবে।নাটকের পরিচালক শফিকুল ইসলাম একজন মেধাবী পরিচালক যিনি আমাকে এই নাটকে অভিনয়ের ক্ষেত্রে অনেক সহজ এবং সুন্দর ভাবে নির্দেশনা দিয়েছেন।নাটকটিতে সহকারী পরিচালনা করেছেন তরিকুল ইসলাম সাগর এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন সিএম মামুন।জান্নাত আফরিন তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন,অভিনয় করতে গিয়ে সবসময় আমি নতুন কিছু শেখার চেষ্টা করি যা আমার অভিনয়ের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া মডেলিং এর পাশাপাশি নিজেকে একজন দক্ষ এবং প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ,আপনারা “সাবলেটার বৌ” নাটকটি S-Track Music এর ইউটুব চ্যানেল এ দেখেবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগার মতামত জানাবেন যা আমাকে অভিনয়ের জগতে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ যোগাবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal