নিউজ ডেস্কঃ
জামালপুর সদরের ইটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আক্কাস আলী ফকির নামে একজন কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতিউর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ডিসেম্বর) সকালে বিরোধ পূর্ণ জমিতে সুপারি গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দম দমা গ্রামে আক্কাস আলী ফকির কে হত্যার অভিযোগ উঠেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন , আজ বুধবার সকালে আক্কাস আলী ফকিরের বাড়ির ভিটার জমিতে সুপারি গাছ প্রতিপক্ষ মতিউর রহমান জোর পূর্বক কেটে নেওয়ার সময় দুই পক্ষের মধ্যে মারামারিতে শুরু হয়। এক পর্যায়ে আক্কাস আলী ফকির (৭০) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় স্থানীয় জনতা প্রতিপক্ষ মতিউর রহমানকে (৪৫) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ।