জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকারী গাড়ি ।
মঙ্গলবার(১৬ নভেম্বর) বিকেলে শহরের বনপাড়া কবর স্থান রেল ক্রসিং এলাকায় আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে এই দুর্ঘটনা ঘটে। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুর সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে করে শেরপুর থেকে জামালপুর ফিরছিলেন। ফেরার সময় জামালপুর শহরের বনপাড়া কবর স্থান এলাকায় লেভের ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি লেভের ক্রসিং থেকে কিছুটা অদূরে ছিল।
ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ। কিন্তু গাড়িটি সচল করতে চেষ্টা চালিয়ে যান ড্রাইভার মেগনাথ গোপ, অনেক চেষ্টা করেও গাড়ি সচল করতে না পারায়। ড্রাইভার মেগনাথ গোপ দ্রুত গাড়ি থেকে নেমে পরেন। এ সময় ট্রেন গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় সোয়া ৩শ গজ দূরে নিয়ে যায় এবং ট্রেনটি কিছু সময় দাড়িয়ে থাকে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তিন আরোহী। এসময় স্থানীয় লোকজন চালক মেগনাথ কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়।
এই ঘটনায় সাধারন লোকজন জানান এখানে প্রায় সময় দুর্ঘটনার শিকার হন মানুষ ও যানবাহন।তাই এই লেভেল ক্রসিংয়ে স্থায়ী গেট বেরিয়ার ও একজন গেট কিপার নিযুক্ত করার আহবান জানান ।