সোমবার, ২২ মে ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

ঝিনাইদহে কৃষকদের নিয়ে মাঠ দিবস উদযাপন।

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

মহেশপুর প্রতিনিধি,

কৃষক জিতলে জিতে যায় দেশ, কৃষক হাসলে হাসিতে ভরে মন। এই শ্লোগানকে সামনে রেখে ,২৪/০৮/২০২২ইং রোজ বুধবার বিকাল ৩টার সময় ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, আজমপুর গ্রামে, বিজলী প্লাস ২০২০ , এ আর মালিক সিডস্ প্রাঃ লিঃ এর উদ্যোগে এক কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। মহেশপুর, উপজেলার আজমপুর, গ্রামের তরুণ কৃষক মামুন হোসেন । এ আর মালিক সিডস্ প্রাঃ লিঃ এর হাইব্রিড মরিচ- বিজলী ২০২০ – নামক মরিচের জাতটি তার ২১ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে রোপন করে। ৭৫ দিনের মাথায় তার ২১ শতাংশ জমি থেকে ৯ মন মরিচ উঠানো হয়। যা আশেপাশের এলাকায় হইচই পড়ে যায়। আশেপাশের এলাকার কৃষকরা তার মরিচের জমি টি দেখার জন্য ভিড় করে। স্থানীয় কৃষকগণ জানাই যে,তাদের কৃষি জীবনে এতো অল্প জমিতে এতো পরিমাণ মরিচ কখনো উৎপাদন হয়নি। তরুণ কৃষক মামুন সাহেব জানায় যে,তার মরিচ গাছের বয়স ৮৭ দিন এই পর্যন্ত সে তার জমি থেকে ২৮ মন মরিচ বিক্রি করেছে। সে আরও জানায়, তার ২১শতাংশ জমি থেকে সে ১ লক্ষ ১৫হাজার টাকার মরিচ বিক্রি করেছে। তার এই মরিচ চাষে স্বাবলম্বী দেখে এলাকার বেকার যুবকেরা চাষের দিকে ঝুকছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর মালিক সীডস্ প্রাঃ লিঃএর সেলস ম্যানেজার স্যার, মেহেদী আশরাফ স্যার ডেপুটি ম্যানেজার ও কমুনিকেশন, ঝিনাইদহ এরিয়া ম্যানেজার সেলস স্যার এবং ঝিনাইদহ সদর, কুষ্টিয়া, ফরিদপুর ও রাজবাড়ি এবং চুয়াডাঙ্গার টি এস। বিশিষ্ট ব্যবসায়ী মুকুল,এবং আজমপুর ইউনিয়নের, সাবেক চেয়ারম্যান, জনাব, আকিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে কৃষকদের অনুপ্রেরণা জাগানোর জন্য এ আর মালিক সিডস্ প্রাঃলিঃ এর সেইলর ম্যানেজার জনাব, মেহেদী আশরাফ স্যার কৃষকদের উদ্দেশ্যে বলেন। আপনারা আমাদের এ আর সিডস্ প্রাঃ লিঃ হাইব্রিড মরিচ বিজলী প্লাস ২০২০ সহ সকল ধরনের বীজ ব্যবহার করবেন। যেকোনো সমস্যাই আমরা কৃষকের পাশে আছি। উক্ত অনুষ্ঠানে ৪০০জন কৃষক উপস্থিত ছিলেন। এ আর মালিক সিডস্ প্রাঃ লিঃ পক্ষ থেকে কৃষকদেরকে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাবলম্বী তরুণ কৃষক মামুন সাহেব কে, এ আর মালিক সিডস্ প্রাঃ লিঃ এর পক্ষ থেকে, কীটনাশক স্প্রে মেশিন উপহার দেওয়া হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal