ঝিনাইদহ সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ড এর খোলা মাঠে চলছে মাস ব্যাপি কসমেটিকস ও ফার্নিচার মেলা। আজকে এই মাস ব্যাপি মেলার শেষ দিন, টানা ২৯ দিন মেলা চলছিলো জাকজমক ভাবে । এই মেলাতে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে ও কেনাকাটা করতে আসছে। ঝিনাইদহ জেলার আশেপাশে থেকেও মানুষ আসছে মেলায় ঘুরাঘুরি করতে, মেলায় বসা দোকানি দের কাছে জানতে চাইলে তারা জানান মেলা শুরুর প্রথম দিকে ও শেষের দিকে মানুষের ঢল বেশি মাঝখানের দিকে মানুষ এর কম আনাগোনা দেখা গিয়েছে। আজকে মাস ব্যপি মেলার শেষ দিন, মানুষের উপস্থিতি ও দেখা মিলছে প্রচুর। তারা আরো জানান এই মাস ব্যাপি মেলা দেওয়ায় তাদের জন্য খুব ভালো বেচাকেনা হয়েছে ও এই মেলার কমিটির সদস্যরা ও খুব সুন্দর ভাবে মেলা পরিচালনা করেছেন। এই মেলায় কসমেটিকস ও ফার্নিচার সহ আরো বসেছে বিভিন্ন স্ট্রিট ফুড যেমন ফুসকা, সিঙ্গাড়া, পিয়াজু, বিভিন্ন ধরনের আচার সহ সেই পরিচিত গুড়ের জিলাপি ও নানা মসলা দার পান । দর্শনার্থি দের কাছে জানতে চাইলে তারা জানান, এই ম্যাস ব্যপি মেলা শুরু হয়ে আমরা খুব আনন্দিত, এবং আমরা আমাদের প্রিয় মানুষ ও ফ্যামেলির সকলে মিলে ঘুরতে আসতে পারছি। বিকালের ফ্রি টাইমে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারছি। এতে বাচ্চাদের মন ও ভালো থাকে সব মিলিয়ে এই মাস ব্যাপি মেলা শুরু হয়ে শুধু ঝিনাইদহ বাসি না আশেপাশের সকলের জন্য খুব আনন্দের বিষয় হয়ে দাড়িয়েছে। এবং সাধারণ মানুষ চাই প্রতি বছর এই মাস ব্যাপি মেলার আয়োজন করা হোক।