নীলফামারী প্রতিনিধি:-
ডিমলা উপজেলার কাঁকড়া বাজার সংলগ্ন (ঋষিপাড়া)”য় চার সন্তানের জননী সন্ধ্যা ঋষি (৪০) কে পারিবারিক কলহে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মানিক ঋষি (৫৫) বিরুদ্ধে। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাঁকড়া বাজার (ঋষি পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি ডিমলা থানা পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে গত দুইদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা চলছিল। মারামারি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে বুধবার (১৩ই এপ্রিল) সন্ধ্যায় স্ত্রী সন্ধ্যারানী ঋষি কে শ্বাসরোধে করে হত্যা করে পালিয়ে যায় স্বামী মানিক ঋষি। নিহত সন্ধ্যা রানীর ঋষির দুই ছেলে শ্যামল ও পরিমল তাহারা নরসুন্দরের কাজ করে কাঁকড়া বাজারে ও মুক্তা এবং প্রতিমা নামে দুই মেয়ে রয়েছে। ডিমলা থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।