(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):-
‘‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” এই প্রতিপাদ্যের আলোকে নীলফামারীর ডিমলা উপজেলায়
আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা।
বৃহস্পতিবার (১২ই মে) সকাল ১১টার দিকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুজ্জামানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ কুঞ্জ কলি রায়, সিনিয়র নার্স লতিফা ইয়াসমিনসহ অন্যান্য চিকিৎসক ও সেবিকারা বৃন্দ।