নীলফামারীর ডিমলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে দুই সন্তানের জননী মনিরা আক্তার মনি (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে লাশ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।
নিহত মনিরা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে। সে ওই এলাকার নুর হোসেনের (৪২) দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় শনিবার (২২শে অক্টোবর) সন্ধ্যায় মনিরার মা রশিদা বেগম বাদী হয়ে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ই অক্টোবর দুপুরে পারিবারিক কলহের জেরে বিষপান করেন মনিরা আক্তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসার পর অবস্থা অবনতি হলে মনিরাকে ঢাকার পপুলার লাইভ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে শুক্রবার (২১শে অক্টোবর) রাতে বাড়ি ফেরার পথে রংপুর এলাকায় মৃত্যু হয় তার।
নিহত মনিরার মামা তফিজুল ইসলাম বলেন, মনিরার সাথে নিয়মিত ঝগড়া লাগতো স্বামী নুর হোসেনের। গত সাত দিন আগে নুর হোসেন ও তার প্রথম স্ত্রী শরীফা বেগম মনিরাকে বেদম মারধর করে। এরপর খবর পাই মনিরা বিষ খেয়েছে। তিনি আরো বলেন, এটা আত্মহত্যা নয়, আমার ভাগ্নির মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলমান বলে জানান তিনি।
এ বিষয়ে ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।