রুবেল আহমদ রনী (মাধবপুর প্রতিনিধি)
ঢাকা থেকে সিলেটের দিকে আসা কার ও টমটম একিই পাশ দিয়ে যাছিল টমটম টি কার কে সাইড না দেয়ার ফলে বেপরুয়া গতির কার টমটম কে পিছন থেকে ধাক্কা মারে সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে কোন নিহত হয়নি তবে আহত হয়েছে টমটমে থাকা ২ জন, তাদের কে অলিপুরে প্রান আরএপএল হাসপাতালে চিকিৎসা চিকিৎসা জন্য পাঠানো হয়েছে,গটনাস্তলে পুলিশ জানায় তেমন কিছু হয়নি