সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে ই-প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন।
পূর্ব পরিকল্পনা মোতাবেক ১৫ ই আগষ্ট সকাল থেকেই জাতীয় শোক দিবস পালনের জন্য ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কে মোঠোফোনে দিকনির্দেশনা দেন।
ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর এর আহবানে কেন্দ্রীয় সাংবাদিক নেতা,সিলেট বিভাগের আহবায়ক ও উদ্যোক্তা সাংবাদিক মাসুদ লস্কর এর সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি প্রতিকৃতি ধানমন্ডি ৩২ এ স্ব- শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ কামাল হোসেন ও সাবানা চৌধুরী।
সারাদেশে পৃথক পৃথক ভাবে ই-প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সিলেট বিভাগে সাংবাদিক মাহফুজুর রহমান মাহফুজের পরিচালনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে অদ্য ১৫ আগস্ট ২০২২ খ্রিঃ মাধবপুর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ই-প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সোহাগ মিয়া,সাংবাদিক এস,আই,মামুন ও শেখ মোঃ আল-আমিন প্রমুখ।অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
চট্রগ্রাম বিভাগে বিভাগীয় আহবায়ক ও উদ্যোক্তা এস,এম,টিভির সম্পাদক আলহাজ সৈয়দ আবু মুসার পরিচালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় উদ্যোক্তা এম আর তাওহীদ, বিভাগীয় উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন সোহেল, বিভাগীয় উদ্যোক্তা মাষ্টার এম কামাল উদ্দিন, বিভাগীয় উদ্যোক্তা এম এ আজাদ চৌধুরী প্রমুখ।