তৌহিদুল ইসলাম তৌহিদ :
“আই ডোন্ট কেয়ার” সিনেমার সুপার হিট জুটি চিত্র নায়ক আদনান আদি এবং চিত্রনায়িকা নিপুন নতুন করে সিনেমার পর্দায় আবার আবির্ভুত হতে চলেছেন।আদি প্রোডাকশন এর কর্ণধার আদনান আদি এরকমটাই জানালেন বাংলাদেশসময়২৪۔কম কে।আদি বলেছেন নিপুন এর সাথে এর আগে “আই ডোন্ট কেয়ার” সিনেমায় এক সাথে কাজ করা হয়েছিল এবং আমাদের জুটি বেশ জনপ্রিয়তা লাভ করে তাই নিপুণকে নিয়ে নতুন একটি অ্যাকশন রোম্যান্টিক সিনেমা প্রযোজনা করবো।নিপুন সম্পর্কে আদি বলেন,নিপুন অসাধারণ একজন অভিনেত্রী যা তার জন্য অনেক প্রশংসার যোগ্যতা রাখে।তিনি আরো বলেন,নিপুন এর সাথে আমার জুটি দর্শক মহল এতটাই গ্রহণ করেছে যে দর্শকদের অনুরোধ এর কথা মাথায় রেখেই নিপুন কে নিয়ে কাজ করার চিন্তা করছি। তবে সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি খুব শিগ্রহি গল্পের লোকেশন এবং নাম ঠিক করা হবে বলে এই তথ্য নিশ্চিত করেন আদনান আদি। পাশাপাশি তার প্রেমিক ছেলে রিটার্নস চলচিত্রের এর প্রায় ৫০% ভাগ শুটিং সম্পন্ন হয়েছে আর বাকি অংশ সামনের মাসে ইন্ডিয়াতে দৃশ্য ধারণ করা হবে।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ,আপনাদের ভালোবাসার কারণেই আমি সিনেমায় কাজ করে যাচ্ছি আমি চাই আপনাদের যায় ভালোবাসা সবসময় আমার সাথে থাকুক আর আমার জন্য সবাই দোআ করবেন।