বখতিয়ার সালমান (হাটহাজারী প্রতিনিধি)
হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর মাহমুদ উল্লাহ(২৮) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ ০৯নভেম্বর বুধবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ সমিতির সাব স্টেশন সংলগ্ন রাস্তার পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। মাহমুদ উল্লাহ হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত শফির কনিষ্ঠ পুত্র। পরিবারে তার স্ত্রী এবং দুটি ছেলেসন্তান রয়েছে। যাদের বয়স যথাক্রমে ০৮ ও ০৬ বছর। তার স্ত্রী(নাম অজ্ঞাত) জানান, গত ০৭নভেম্বর সোমবার রাত আনুমানিক নয়টার দিকে একই বাড়ির মৃত ফোরকানের পুত্র আরমান (২৭) ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে বাসায় না ফিরলে পরদিন ০৮নভেম্বর সকাল থেকে সারাদিন এদিক ওদিক খোঁজাখুঁজি করেও মিলেনি মাহমুদ উল্লাহর সন্ধান। আরো একদিন পর আজ ০৯নভেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে খোঁজাখুঁজি করতে থাকা বেশ কয়েকজন প্রতিবেশি মিলে রাস্তার পাশে নিথর অবস্থায় খোঁজে পান তাকে। তাৎক্ষণিকভাবে হাটহাজারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এই ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি জনাব রুহুল আমিন বলেন, লাশের খবর পেয়ে উদ্ধার করেছি৷ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ মুছা (বিএসসি) জানান, একই বাড়ির মৃত ফোরকানের ছেলে আরমান পরশু রাত নয়টার দিকে মাহমুদুল্লাহকে ডেকে নিয়ে যায়। এরপর বাসায় না ফিরলে দুইদিন খোঁজাখুঁজির পর আজ তার লাশ পাওয়া গেছে।