সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধিঃবাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার একটি কোম্পানি হবিগঞ্জ গ্যাসফিল্ডের ভিতরে তৈলের টাংকির ভিতর থেকে তফছির মিয়া(২৮) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,মাধবপুর উপজেলাধীন বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃ জলিল মিয়ার ছেলে তফছির মিয়া স্থানীয় হবিগঞ্জ গ্যাসফিল্ড নামক কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় গত(১১ সেপ্টেম্বর) রবিবার সকালে কাজ করার জন্য কোম্পানিত প্রবেশ করলে ও কাজে যোগ না দেওয়ায় তাঁর সহকর্মীরা ও পরিবারের লোকজনরা খোজতে বের হয় অনেক জায়গায়।কোম্পানির নির্জন স্থান সহ বিভিন্ন জায়গায় খোজা-খুঁজির পরে ও পাওয়া জায়নি তফছির কে।
আজ (১৩সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে তফছিরকে পুনরায় খোজতে যায় তাঁর সহকর্মীরা। জেনারেটর রুমের পাশে তৈলের টাংকির ঢাকনা তুলতেই বেসে থাকা তফছিরের লাশ দেখতে পায় সহকর্মীরা। তৎক্ষনাৎ কোম্পানির কর্তব্যরত অফিসাররা মাধবপুর থানায় খবর দেন।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তফছিরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
কোম্পানির সিসি ক্যামেরার ফোটেজ দেখে জানা যায় তফছির মিয়া স্ব-ইচ্ছায় ১০/১২ ফুট গবীরতা তৈলের টাংকির ঢাকনা খুলে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।
পারবারিক সূত্রে জানা যায়, তফছির মিয়া মা-বাবার বড় ছেলে। কয়েক মাস হয় বিয়ে করেছে।সে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।পূর্বে কয়েকবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার জন্য চেষ্টা করেছিলেন।