নিউজ ডেক্সঃ
সদ্য সমাপ্ত (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ৩নং ভোজগাতি ইউনিয়নে আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে তুমুল হাড্ডা-হাড্ডি লড়াইয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অপর বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলামকে মাত্র ১০৬ ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার লজ্জাজনক ভোট পেয়ে হেরেছেন। সুত্র মতে, উপজেলার ভোজগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়নপত্র জমা দেন উপজেলা মহিলা আওয়ামলীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার। তফশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যুবলীগ নেতা শরিফুল ইসলাম রিপন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাঃ করতে অনড় হয়ে নির্বাচনী প্রচারনাসহ সকল কার্যক্রম অব্যাহত রাখেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে বিদ্রোহী দুই প্রার্থীকে উপজেলা আওয়ামীলীগ আজীবন দল থেকে বহিস্কারের সুপারিশ করেন। তথাপিও বিদ্রোহী দুই প্রার্থী নির্বাচনের শেষ লড়াই চালিয়ে যান। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতিক নিয়ে ৩৫৩৮ ভোট পেয়ে পূনর্বার চেয়ারম্যান নির্বাচিত হন। আর নিকটতম প্রতিদ্বিন্দ্বী অপর বিদ্রোহী প্রার্থী সহিদুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ৩৪৩২ ভোট পেয়ে হেরে যানহ। পক্ষান্তরে দুই পরীক্ষিত আওয়ামীলীগের প্রার্থীর কাছে চরমভাবে ধরাশায়ী হয়ে নৌকার প্রার্থী প্রভাষক আসমাতুন্নাহার মাত্র ৩৭৪ ভোট পেয়ে লজ্জাজনকভাবে পরাজিত হন। তার জামানাত বাজেয়াপ্ত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। নির্বাচনের ফলাফল নিয়ে ওই ইউনিয়নের জনৈক আওয়ামীলীগনেতা এমনই মন্তব্য করেন আমার ইউনিয়নে আওয়ামীলীগ জিতেছে, হেরেছে নৌকা ।