মোঃ বখতিয়ার উদ্দিন (হাটহাজারী প্রতিনিধি)
বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে নিয়মিত মামলার হাজিরা দেখাতে ফেনী জেলা কারাগার হতে আজ বুধবার ২৪আগস্ট বেলা এগারোটার সময় চট্টগ্রাম আদলতে নিয়ে আসা হয়। এ সময় তাকে দেখতে আদালত প্রাঙ্গণে ভীড় জমায় দলের অসংখ্য নেতাকর্মীরা৷
উল্লেখ্য, ২০১৬ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে বৈঠক করার ছবি ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। তারই প্রেক্ষিতে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রামের আলোচিত নেতা আসলাম চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ওই বছরের ২৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ডিবির পুলিশ পরিদর্শক গোলাম রব্বানী।
এছাড়া এবি ব্যাংকের ৩২৫ কোটি টাকা আত্মসাতের মামলা সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি বিএনপির এই নেতা।