শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ
সারা দেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তারা নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নির্বাচিত হলে গ্রামীণ জনপদে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশ্বস্ত করছেন ভোটারদের। প্রার্থীরা বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এরইমধ্যে প্রার্থীরা প্রতিটি উপজেলায় গণসংযোগ শেষ করেছেন। এখানে ২/১ জন ভোটার কথা বললেও অধিকাংশ ভোটার নীরব রয়েছেন। তারা কাকে ভোট দিবেন, প্রকাশ্যে কিছু বলছেন না।

জানা গেছে, এ নির্বাচনে জেলার ছয়টি উপজেলাকে ছয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ছয়টি উপজেলা পরিষদের আশেপাশে নিরাপদ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এ জেলায় ভোটার ৮৫৮ জন এর মধ্যে পুরুষ ৬৫৩ এবং নারী ভোটার রয়েছে ২০৫ জন। একজন চেয়ারম্যান, ছয়জন সাধারণ সদস্য এবং দুইজন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য নিয়ে এবারের জেলা পরিষদ গঠিত হবে। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ছয়টি সাধারণ সদস্য পদে ২১জন ও দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (মোটরসাইকেল) এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কোন প্রকারের অনিয়ম মেনে নেওয়া হবে না। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal