সোহাগ মিয়া (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ। বিশ্বনবী হজরত মোহাম্মদ (সাঃ)-এর জন্ম ও মৃত্যুর দিন।প্রায় ১৪০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ (সাঃ) আমিনার কোল আলো করে পৃথিবীতে আসেন।
আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। হজরত মোহাম্মদ (সাঃ) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান।
সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এনেছিলেন তিনি। মহানবী (সাঃ) দীর্ঘ ২৩ বছর এ বার্তা প্রচার করে ৬৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
মহানবী (সাঃ)-এর জন্ম ও মৃত্যুর এ দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানরা এ দিনটি উদযাপন করেন বিশেষ গুরুত্বের সঙ্গে।
বরাবরের মতো এবারও সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান ইবাদত-বন্দেগি, মিলাদ, জসনে জুলুস, আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
হজরত মোহাম্মদ (সাঃ)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, বিশ্বনবী হজরত মোহাম্মদ (সাঃ)-এর জন্ম এবং ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী (সাঃ) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম উম্মাহ্ ও সকল সাংবাদিকদের কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।