বরগুনা জেলা প্রতিনিধি
মো: রাহাত
বরগুনা জেলার পাথরঘাটায় গোপন সূত্রে পাথরঘাটা থানা পুলিশের অভিযানে একটি চায়ের দোকান তল্লাশি করে দেশীয় অ”’স্ত্র পাওয়া যায় তার ভিতর রয়েছে এসএস পাইপ, দুইটি ছুড়ি,আরেকটি দেশীয় দাড়ালো অ”’স্ত্র পাওয়া যায় এ বিষয়ে সেই চায়ের দোকানদারে’র কাছে জানতে চাইলে তিনি জানান এই অ”’স্ত্র আমার না এগুলো কিছু দিন আগে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ সুজন জোর করে আমার দোকানে রেখে গেছে স্থানীয় সূত্রে জানা যায় আহম্মেদ সুজন বরগুনা-৩১৫ মহিলা সাংসদ এমপি নাদিরা সুলতানার ছত্র ছায়ার পাথরঘাটার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে
এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পাথরঘাটা উপজেলাবাসী চরম আতঙ্কে রয়েছে।