জেলা প্রতিনিধি পিরোজপুর
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে সিফাত খান(৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার -৩০মার্চ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে জিবগা সাতুরিয়া গ্রামে বাড়ির পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত সিফাত খান কে,সে হলো সোলায়মান হোসেন খানের ছেলে।
স্থানীয়রা জানায় বুধবার সকালের দিকে সিফাত বাড়ির উঠানে খেলা করছিলো, হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পুকুর থেকে অচেতন অবস্থায় সিফাতকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুপুর সাড়ে ১২টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাগরিকা রায় তাকে মৃত ঘোষণা করেন।