সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন প্রকৃত বন্যার্তদের তথ্য যাচাইয়ে জন্য বাড়ি বাড়ি ঘুরছেন। জানা যায় মাধবপুর উপজেলার বন্যাদুর্গত এলাকার অসহায় ও দরিদ্রদের পূনর্বাসনের জন্য সরকারের ত্রান তহবিল থেকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধি দের কাছ থেকে প্রকৃত অসহায় পরিবারের তালিকা চাওয়া হয়। কিন্তু তালিকায় গড়মিল অনুধাবন করে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের সাথে নিয়ে জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা যাচাই বাছাই করতে ছুটে আসেন বাড়ি বাড়ি।
২৭ জুলাই দিনব্যাপী তিনি শিমুল ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সন্তোষ দেবনাথ কে নিয়ে পায়ে হেটে বাড়ি বাড়ি যাচাই করেন প্রদত্ত তালিকা।
এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, কাজটি যদি জনপ্রতিনিধিরা সঠিক ভাবে করত তাহলে আমাকে এভাবে আসতে হত না। গড়মিল পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন কিছুটা গড়মিল ত আছে ই।
তালিকায় গড়মিল সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, তালিকা সংশোধন করে প্রকৃত অসহায়দের হাতে তাদের প্রাপ্য তুলে দেওয়া হবে।